পোশাক শিল্প খাতে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম

সম্মিলিত পরিষদ চট্টগ্রামের মতবিনিময় সভায় বক্তারা

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

পোশাক শিল্প খাত বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত। বিশ্ব বাজারে ভিয়েতনাম বাংলাদেশের শক্ত একটি প্রতিপক্ষ। আমাদের যেমন জিএসপি সুবিধা রয়েছে, অদুর ভবিষ্যতে ভিয়েতনাম ও সে সুবিধা পেতে পারে। এতে আমরা আরো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারি। এজন্য এখন থেকেই এ খাতের উন্নয়নে আরো অনেক বেশি মনযোগী হতে হবে।
গতকাল শুক্রবার আসন্ন বিজিএমইএ নির্বাচন ২০২১-২৩ উপলক্ষে সম্মিলিত পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে পোশাক শিল্পের উন্নয়নে তরুন উদ্যোক্তাদের প্রত্যাশা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম ক্লাবের পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সাবেক ১ম সহ সভাপতি ও সম্মিলিত পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ উল্লাহ্‌।
সভাপতিমণ্ডলীর সদস্য এ এন এম সাইফুদ্দিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন ১ম সহ-সভাপতি শাহাব উদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, এস এম আবু তৈয়ব, মোহাম্মদ নাছির উদ্দীন আহমদ চৌধুরী, মাঈনুদ্দীন আহমেদ মিন্টু, বর্তমান সহ সভাপতি এ এম সেলিম, বর্তমান পরিচালক মো. মুসা, সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও বিকেএমইএ পরিচালক শওকত ওসমান, সাবেক পরিচালক হেলাল উদ্দিন তুফান প্রমুখ। সভায় বক্তারা বিজিএমইএতে তরুনদের প্রতিনিধিত্ব করার ও তাদের ভাবনা তুলে ধরার সুযোগকে সমপ্রসারিত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা আহলে সুন্নাতের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ফ্রি খতনা ও কর্ণছেদন ক্যাম্প