পোর্ট সিটি ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের উদো্যগে ‘ রেভুলেশানাইজিং ফ্যাশন ইন্ডাস্ট্রি: প্রিপেয়ারিং ফর ন্যাশনাল–ইন্টারন্যাশনাল কম্পিটিশনস ইন দ্যা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল এরা ’ শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো, নূরুল আনোয়ার। প্রধান বক্তা ছিলেন ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসী। তিনি একজন সফল ফ্যাশন ডিজাইনারের পথযাত্রা এবং তার সফলতার কাহিনী সহ এগিয়ে যাওয়ার মূলমন্ত্র ব্যাখ্যা করেন। পাশাপাশি রেভুলেশানাইজিং ফ্যাশন ইন্ডাস্ট্রি, কনটেম্পোরারি ফ্যাশন চ্যালেঞ্জ ও আপকামিং কম্পিটিশনে টিকে থাকার জন্য নিজেকে কিভাবে দক্ষ ডিজাইনারে পরিণত করতে হবে তার বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বিভাগীয় চেয়ারম্যান তামিমা সুলতানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ ও বিভাগের সকল শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।