পোর্ট সিটি ভার্সিটিতে এসপিএসএস শীর্ষক কর্মশালা

| বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৪:৫০ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্স বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে ডাটা বিশ্লেষণ ও উচ্চতর গবেষণা ব্যবস্থাকে উৎসাহিত করতে এসপিএসএস সফটওয়্যার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেষ চন্দ্র রায়। কর্মশালাটি পরিচালনা করেন পরিসংখান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ভুঁইয়া।
কর্মশালা শেষে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরন করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আনোয়ার। ন্যাচারাল সাইন্স বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। কর্মশালায় বিভিন্ন বিভাগের মোট ৫০জন শিক্ষাথী অংশগ্রহন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় শিক্ষক মো. আশরাফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘পরিবার পরিকল্পনা কর্মীদের নিরলস প্রচেষ্টায় দেশে জনংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণ হয়েছে’
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের আদর্শ সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে