পোর্ট সিটি ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সে সেলের (আইকিউএসি) অধীনে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘Fostering Learner Autonomy in Technology Enhanced Language Learning (TELL) Classroom: Connecting Theory and Practice’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বক্তা ছিলেন চবি আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী। তিনি প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষে ভাষার দক্ষতা অর্জন এবং ভাষা শিক্ষায় শিক্ষার্থীদের স্বাধীনতা এবং শিক্ষার্থীকেন্দ্রিক লেসন প্ল্যান তৈরির উপর গুরুত্বারোপ করেন। সেমিনার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। ইংরেজি বিভাগের চেয়ারম্যান এ এস এম ইফতেখারুল আজমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. রাশেদ খান মিলন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর বিন সরওয়ার, চবি আধুনিক ভাষা ইন্সটিটিউটের সাবেক পরিচালক মো. ইব্রাহীম হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।