সরকারি আলাওল কলেজে রোভার স্কাউটসের বৃক্ষরোপণ

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম জেলা রোভারের ১৫০০০ বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নর লক্ষ্যে জেলা রোভার স্কাউটসের নির্দেশনা মোতাবেক সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপন ও রোভারদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি মো. আজিজুর রহমান, গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার ফজিলাতুন্নিছা ডলি, সিনিয়র রোভার মেট রিফাতুল ইসলাম এবং রোভার ও গার্লস ইন রোভার স্কাউটসের সদস্যরা। কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফলজ,বনজ,ওষুধি গাছের চারা রোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবে ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ভিজিট
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির আইকিউএসির সেমিনার