পোর্ট সিটি ইউনিভার্সিটির বাজেট ঘোষণা

শিক্ষা ও গবেষণা খাতকে অগ্রাধিকার

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ২০২৩২০২৪ অর্থ বছরের বাজেট সভা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভায় আনলাইনে পানি সম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি আংশগ্রহণ করেন। শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সর্বমোট ৪১,৯৮,৭৫,০০০ টাকার বাজেট সভায় উপস্থাপন করেন ট্রেজারার প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়। বাজেটে শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ মোট ২০,০৭,৭০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আয়, রিজার্ভ ফান্ড ও ট্রাষ্টি বোর্ডের সদস্যদের অনুদানের অর্থ দ্বারা এই ব্যয় নির্বাহ করা হবে। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. এম. মজিবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য আলী আজম স্বপন, উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার, এহসানূল হক রিজন (পরিচালক, অর্থ) বিভিন্ন অনুষদের ডীন, রেজিষ্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল বিভাগীয় প্রধান ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশান্তি চুক্তি বাস্তবায়ন হলে পাহাড়ে নারীদের অধিকার সংরক্ষিত হতো : সন্তু লারমা
পরবর্তী নিবন্ধএম এ হান্নান ইতিহাসে অমর অক্ষয় হয়ে বেঁচে থাকবেন