পেলের অন্ত্যেষ্টিক্রিয়া সোম-মঙ্গলবার

ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৪:৪৪ পূর্বাহ্ণ

পেলের মৃত্যু সংবাদ নাড়িয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। স্বাভাবিকভাবেই শোক সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক, একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী মহাতারকাকে হারিয়ে শোকাহত লাতিন আমেরিকার দেশটি। কিংবদন্তির প্রয়াণে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আগামী সোমবার ও মঙ্গলবার পেলের ক্লাব সান্তোসের মাঠে তাকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে।

গত এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা চলছিল পেলের। সেখানেই বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫৮ সালে সুইডেনে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে ব্রাজিল। তার তিন বছর পর ব্রাজিল সরকার পেলেকে রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা করে। ১৯৬২ ও ১৯৭০ সালেও দেশের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা শোক বার্তার কিছুক্ষণ পর দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে পেলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে জানা যায়, যে মাটিতে আলো ছড়িয়ে বিশ্ব ফুটবলের রাজা হয়ে উঠেছেন, সেই সান্তোসে সমাহিত হবেন পেলে। এর আগে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সবাই। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তাকে আগামী সোমবার ভোরে নিয়ে যাওয়া হবে ভিলা বেলমিরোর এস্তাদিও উরবানো কালদেরিয়ায়। পেলের ক্লাব সান্তোসের এই মাঠে তৈরি করা হচ্ছে মঞ্চে। মাঠের মাঝখানে ২৪ ঘণ্টা রাখা হবে তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলারের মরদেহ। সকাল ১০টা থেকে শ্রদ্ধা জানাতে পারবেন সবাই। যারাই তাকে শ্রদ্ধা জানাতে চান, দুটি গেট দিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। রাজনীতিক ও প্রশাসকদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কফিন থাকবে পেলের প্রিয় মাঠে। এরপর সান্তোসের রাস্তায় হবে শেষ যাত্রা। পথেই পড়বে কানালসিঙ যেখানে থাকেন পেলের শতবর্ষী মা সেলেস্তে। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে একুমেনিকাল নেক্রপলিস মেমোরিয়ালে। গভীর শ্রদ্ধার সঙ্গে ফুটবল জাদুকরকে স্মরণ করছে পুরো পৃথিবী।

পূর্ববর্তী নিবন্ধপেলের প্রয়াণে কে কী বললেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৩ আনসারকে অব্যাহতি সরানো হলো পুলিশ কর্মকর্তাকে