চবিতে ১০ শিক্ষার্থী পেলেন ইঞ্জিনিয়ার আবদুল খালেক দৈনিক আজাদী বৃত্তি

চবি প্রতিনিধি | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে ইঞ্জিনিয়ার আবদুল খালেকদৈনিক আজাদী বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। ইঞ্জিনিয়ার আবদুল খালেকদৈনিক আজাদী এই নামে বৃত্তি প্রদান শুরু হয় ২০০০ সালে। যোগাযোগ ও

সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য এই বৃত্তি চালু হয়। পরবর্তীতে ২০১৬ সাল থেকে সাংবাদিকতা বিভাগের দুইজনের পাশাপাশি প্রতি অনুষদে একজন করে মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়। এই পর্যন্ত ৫১ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। এবার বৃত্তিপ্রাপ্ত দশ শিক্ষার্থী হচ্ছেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তাসনুভা তাহসিন ও নুজহাত তাবাসসুম তুরী, রসায়ন বিভাগের আনিকা ফারাহ তুহিন, ব্যবস্থাপনা বিভাগের রাজিয়া সুলতানা চৌধুরী, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সের নুসরাত জাহান তৃনা, ফিশারিজ বিভাগের কেয়া চাকমা, ফার্মেসি বিভাগের তাসলিমা আক্তার ইভা, আইন বিভাগের রাশপিতুর রাশপি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাহিম রহমান রাকিব এবং আরবী বিভাগের নাইমুল হক।

বৃত্তি পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাসনুভা তাহসিন বলেন, এ বৃত্তি আমাদের অনুপ্রেরণা এবং উৎসাহ যোগায়। এ ধারা যেন অব্যাহত থাকে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজাদী পরিবারের প্রতি।

একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী বলেন, আমরা প্রতিবন্ধীরা অনেক প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করছি। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় আমরা টিউশন করার সুযোগ পাই না। এই আর্থিক সহায়তা আমাদের জন্য অনেক বড় কিছু এবং পড়াশোনা করার জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতে বৃত্তির পরিসর আরো বাড়ানোর জন্যও তিনি অনুরোধ জানান।

অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বৃত্তির মূলধনের সাথে নতুন করে আরো ৭ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। তিনি ভবিষ্যতে বৃত্তির পরিসর আরো বাড়ানোর ব্যাপারেও আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধআরো ৫টি নতুন ভেন্টিলেটর পেল চমেক হাসপাতাল
পরবর্তী নিবন্ধমৃত ১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ