পেকুয়ায় বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

পেকুয়ায় বজ্রপাতে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা যায়, গতকাল সোমবার উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম উজানটিয়া সাহাবখালী খালে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ জুনাইদ প্রকাশ ভূট্টো (২২)। তিনি ওই এলাকার বাদশার ছেলে। বজ্রপাতে নিহত জুনাইদকে দেখে এসে উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, জুনাইদ সকাল থেকে একটি ছোট নৌকায় করে মাঠ থেকে লবণ একটি বড় বোটে তুলে দেয়ার কাজ করছিল। দুপুরে সে বড় বোটে লবণ তুলে দিয়ে খালি নৌকা নিয়ে বাড়িতে চলে আসার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকার মধ্যেই সে মারা যায়। পরে নৌকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুনাইদের স্বজনরা জানান, জুনাইদ ২ মাস আগে সন্তানের বাবা হন। বজ্রপাতে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ১১ জনকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধ৮ কোটি টাকা মূল্যের ৮ একর ভূমি উদ্ধার