পেকুয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী জাকির র‌্যাবের হাতে আটক

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:২৪ অপরাহ্ণ

অস্ত্রসহ পেকুয়ার সন্ত্রাসী জাকির হোসেনকে (৩৮) আটক করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তাতে উল্লেখ করা হয়, গতকাল সোমবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পাহাড় ঘেরা বনকানন এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করে।
আটক জাকির টইটং ইউনিয়নের কাটা পাহাড় গ্রামের কবির আহম্মেদের ছেলে। এসময় তার স্বীকারোক্তিমতে মতে তার অফিস কক্ষে কাঠের ছোট আলমারির পিছনে একটি সাদা বস্তার ভিতর হতে ৩টি দেশীয় পাইপগান, ২টি দেশীয় তৈরি এলজি, ২টি রামদা এবং ৪ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি আটক জাকির হোসেন একজন অস্ত্রধারী সন্ত্রাসী।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, পেকুয়ার টইটং ইউনিয়নের বনকানন বাজার এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকশ দল অভিযানে যায়।
সোমবার রাতে র‌্যাব ঘটনাস্থলে যাওয়া মাত্র এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।
এরপর আটক আসামীর সম্পর্কে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. জাকির হোসেন দীর্ঘদিন সুকৌশলে দেশীয় অস্ত্র-গুলি সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।
এদিকে, র‌্যাবের হাতে শীর্ষ সন্ত্রাসী জাকির আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। এতদিন এ সন্ত্রাসীর ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারেনি।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজন জানান, সন্ত্রাসী জাকির হোসেনের বড় ভাই আখতার হোসেনের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। ভাইয়ের দাপটে দিনদুপুরে পূর্ব টইটং জামে মসজিদের ৫০ হাজার টাকার গাছ লুট করে নেয়া, অন্যের জমি দখল, সরকারি বাগানের গাছ লুট সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, “টইটং-এর বনকানন থেকে অস্ত্রসহ আটক জাকির হোসেনকে পেকুয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বিজিবির নায়েব সুবেদার মো. কামাল উদ্দিন বাদী হয়ে অস্ত্র ও বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের উপজেলা শাখার দুই নেতা আটক
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ইউপি সদস্যের ছেলেকে হত্যা