পেকুয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ লিটন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাহাদুর হেলালী লিটন (২৮) একই এলাকার হেলাল উদ্দিনের পুত্র। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক (এলজি) ও চার রাউন্ড কার্তুজ পাওয়া যায় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৭’র একটি দল বাঁশখালী উপজেলার প্রেম বাজার এলাকায় টহলরত অবস্থায় খবর পায়, পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকায় লিটন নামের এক সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে অবস্থান করছে। র‌্যাবের দলটি ঘটনাস্থলে গেলে লিটন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‌্যাব। পরে র‌্যাব তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে পেকুয়া থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, অস্ত্র আইনে র‌্যাবের দায়ের করা মামলায় আসামি লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পে ল্যাট্রিনের গর্তে পড়ে দুই রোহিঙ্গার মৃত্যু, একজনকে জীবিত উদ্ধার
পরবর্তী নিবন্ধভারতের সেমিফাইনাল কঠিন করে দিল নিউজিল্যান্ড