কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ পলথিন জব্দ করা হয়েছে। অপরদিকে উপজেলার টইটং ইউনিয়নে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল রোববার দুপুরে পেকুয়া চৌমুহনী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা ইন্সপেক্টর মোঃ মুছাইবিল বীন রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ পলথিন মওজুদ রাখা ও বিক্রির দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ১৫ (১) ৪ এর (খ) ধারায় পেকুয়া চৌমুহনী এলাকায় ভাই ভাই ষ্টোর কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে উপজেলার টইটং ইউনিয়নের আহাম্মদ নবির মালাকাধীন লাইসেন্সবিহীন ইটভাটায় বনাঞ্চলের কাঠ পোড়ানোর দায়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ এর ৫,৬ ধারা লংঘনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলথিন বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিপুল পলথিন জব্দ ও জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।