পেঁয়াজ কেজিতে কমেছে ৬ টাকা আমদানির খবরে বাজার নিম্নমুখী

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

পাইকারি বাজারে ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি হবে-এমন গুঞ্জনে পণ্যটির দাম কমতে শুরু করেছে। সম্প্রতি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূলত এরপর থেকে পেঁয়াজের বাজার নিম্নমুখী হয়। ব্যবসায়ীরা বলছেন, দেশের পেঁয়াজের কোনো সংকট নেই। তারপরও হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ার অজুহাত দেখিয়ে পেঁয়াজের মোকামগুলোতে দাম বাড়তে থাকে। তবে এখন পেঁয়াজের দাম কেজিতে ৬ টাকা পর্যন্ত কমেছে।
গতকাল চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৬ টাকা কমে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৫২-৫৩ টাকায়। অন্যদিকে আরেক ক্যাটাগরির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২-৪৩ টাকায়। বাজারে বর্তমানে কোনো ধরনের আমদানি করা পেঁয়াজ নেই। যা আছে সবই দেশি পেঁয়াজ। জানা গেছে, বর্তমানে দেশে তাহেরপুরী, বারি-১ (তাহেরপুরী), বারি-২ (রবি মৌসুম), বারি-৩ (খরিপ মৌসুম), স্থানীয় জাত ও ফরিদপুরী পেঁয়াজ উৎপাদন হয়। ফলে বছরজুড়ে কোনো না কোনো জাতের পেঁয়াজ উৎপাদন হচ্ছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা
২২ লাখ টন। এর মধ্যে ১৮ লাখ টন স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। আমদানি করা হয় বাকি ৪ লাখ টন। মূলত আমদানিকৃত এই ৪ লাখ টন পেঁয়াজ বাজারে প্রভাব ফেলে।
চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান খালেদ পারভেজ আজাদীকে বলেন, গত দুদিন ধরে পেঁয়াজের বাজার নিম্নমুখী। মূলত ভারত থেকে পেঁয়াজ আমদানি হতে পারে এমন খবরে দাম কমছে।
চাক্তাইয়ের আফরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন আলো বলেন, কিছুদিন আগে বাজারে হঠাৎ করে পেঁয়াজের সরবরাহ কমে যায়। এর প্রভাবে দাম বাড়তে থাকে। এমনকি একদিনের মধ্যে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে যায়। তবে এখন পেঁয়াজের বাজার কমে যাচ্ছে।
উল্লেখ্য, বাজার নিয়ন্ত্রণে ২৮ জুন ভারত থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দিয়ে বাণিজ্য মন্ত্রণায়কে চিঠি দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এ বছর কৃষকদের প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন ব্যয় হয় ২০ থেকে ২২ টাকা। দেশে এ বছর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন ও মজুত রয়েছে। তারপরও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পেঁয়াজের বাজার অস্থিতিশীল ও অনিয়ন্ত্রিত করার অপচেষ্টা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আগের বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বাজার নিয়ন্ত্রণে অবিলম্বে ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ দেওয়ার আহ্বান জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধঅন্য জেলায়ও চলবে না ঈদের ৭ দিন মহাসড়কে মোটর বাইক নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধপতন দিয়ে নতুন অর্থবছরের লেনদেন শুরু