পেঁয়াজের কেজি ৪৫ টাকা অস্বাভাবিক না : বাণিজ্যমন্ত্রী

| মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৪:৪৭ পূর্বাহ্ণ

কৃষক পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫ টাকা আর ভোক্তা পর্যায়ে ৪৫ টাকা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়াট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ ১৮ থেকে ২০ থেকে টাকা পড়ে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষকের জন্য কেজিপ্রতি পেঁয়াজ ২৫ টাকা ও ভোক্তা পর্যায়ে ৪৫ টাকা হলে সমস্যা হবে না। কৃষক ২৫ টাকার কমে দাম পেলে উৎপাদনে আগ্রহী হবে না। ভোক্তা পর্যায়ের দামের কথা বলতে গিয়ে তিনি বলেন, ঢাকার মানুষ ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনবে- এটা আমিও চাই; এটা অস্বাভাবিক না। যদি পেঁয়াজের দাম ৫০ টাকা বা তার বেশি হয় তাহলে মনে করব বাজার….। কৃষকদের ‘বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে’ সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে, এজন্য এখন থেকে মানুষকে সাশ্রয়ী হতে হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্র বর্জন করতে হবে। দেশের কয়টি রাজনৈতিক দল মনে করছে- বাংলাদেশে শ্রীলঙ্কার পরিস্থিতি হবে, কিন্তু তা কখনও হবে না। বাণিজ্যমন্ত্রী বলেন, তেল-চিনি ডালসহ বিভিন্ন পণ্য আমদানির ওপর নির্ভরশীল। ৯০ শতাংশ আমদানি করে চাহিদা পূরণ করতে হয়। আন্তর্জাতিক বাজারের দাম বাড়লে দেশের কিছু করার থাকে না। এ কয়েকটি পণ্য বেসরকারি সেক্টর আমদানি করে চাহিদা পূরণ করছে।

পূর্ববর্তী নিবন্ধকম ডিম, হালদায় হতাশা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের নামে প্রতারণার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা