পূর্ব সুয়াবিলে জগন্নাথ মন্দিরে মহানামযজ্ঞ

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ব্রাহ্মণ পাড়া সর্বজনীন শ্রীশ্রী গীতা ও জগন্নাথ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে ৩৫তম বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ২য় অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ ১০ মার্চ অনুষ্ঠিত হয়। মানষ চক্রবর্ত্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজউদৌল্লা চৌধুরী, উত্তম মহাজন, কাউন্সিলর গাজী আমানউল্লাহ আমান, মোহাম্মদ সোলায়মান, এস এম জয়নাল আবেদীন ও শহীদুল ইসলাম শহীদ।
ধর্মসভায় সভাপতিত্ব করেন প্রিয়রজ্ঞন ভট্টাচার্য। উদ্বোধক ছিলেন সুয়াবিল সিদ্ধাশ্রম মঠের অধ্যক্ষ স্বামী দেবানন্দ যতি মহারাজ। প্রধান অতিথি ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন কুমার বনিক।
উপস্থিত ছিলেন মিহির চক্রবর্তী, জুয়েল চক্রবর্তী, স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, ডা. হরিপদ চক্রবতী, মাস্টার সনজিত খাস্তগীর, কেশব দেব, ড. শ্রীভাস ভট্টাচার্য, আদিত্য সৈকত, রবেল বিশ্বাস, সজল চক্রবর্ত্তী, অমিত ভৌমিক সৈকত, দয়াল শীল, মাস্টার আশীষ চক্রবর্তী, প্রিয়াশীষ চক্রবর্তী, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ছেলেবেলা
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে তরুণীর আত্মহত্যা