শোবিজ তারকাদের অনেকের কাছেই ফেসবুক-টুইটারের চেয়েও বেশি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও শেয়ারিংয়ের কারণেই এই মাধ্যমটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারকারা। চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাও বর্তমানে ইনস্টাগ্রামে বেশ সরব। ২০১৫ সাল থেকে এই মাধ্যমটিতে অ্যাকাউন্ড রয়েছে তার। যদিও এই অভিনেত্রী প্রথম ছবি পোস্ট করেন ২০১৮ সালে। এখন পর্যন্ত পূর্ণিমা ইনস্টাগ্রামে ২৮৮টি পোস্ট দিয়েছেন। ইতোমধ্যেই তার অনুসারী সংখ্যা তিন মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ পূর্ণ হয়েছে। এ কারণেই ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি ব্যানার শেয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূর্ণিমা। খবর বাংলানিউজের।
ইতোমধ্যেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন অভিনেত্রী। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার নাম ‘আহারে জীবন’। এটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। আরো অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রহ প্রমুখ। আগামী ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং শুরু হবে।