ইন্না-লিল্লাহের ব্যথার গান শীতল হতে হতে…
একদিন মাটিতে লেপ্টে যায়– লেপ্টে থাকে
মানুষের চিরসত্য মাটি ও পৃথিবীর তানে।
ধূপের ঘ্রাণ আতরের সুবাস বাতাসের কোলাহল
আঁধারে ভিজে আসে অনিমেষ চোখের পাতা।
তবু শোককাব্যের বালাম খাতায় নেমে আসে–
হলুদ হলুদ কদমহীন অজস্র অকাল শ্রাবণ।
কোথাও কোথাও অঝোরে কাঁদে বৃক্ষের শাখা…
কোথাও কাঁদে চলতি হেঁটে যাওয়া ধূসর পথ…
কোথাও কোথাও আজ সমর্পিত আলোকধারা…
কোথাও জনক শূন্য জেগে থাকে কলমদানি…
জানি বৃক্ষও কবি– কবিও বৃক্ষ
তবু কবির অন্তরে স্থির হোক– পুস্পিত জ্যোৎস্না।