পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন কাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

অবশেষে নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নবনির্মিত পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রাম উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল ২৪ মার্চ সকাল ১১টায় জাদুঘর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
প্রসঙ্গত, ১৯৩০ সালের ১৮ এপ্রিল অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন, টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস ও ইউরোপিয়ান ক্লাবে হামলা চালানোর মাধ্যমে স্বাধীনতা অর্জনের প্রয়াস, ১৯৭১ সালের মার্চে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে চট্টগ্রামের এসপি এম শামসুল হক, কোতোয়ালী থানার ওসি আব্দুল খালেক, দামপাড়া পুলিশ লাইন্সের আরআই আকরাম হোসেনসহ ৮২ জন পুলিশ সদস্যের শাহাদাৎ বরণ ও অন্যান্য ঐতিহাসিক ঘটনাবলীকে দৃষ্টিলব্ধ অবয়ব প্রদানের লক্ষ্যে দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুরুষে মিশর ও মহিলায় মালয়েশিয়া চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা