চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি হাসিব আজিজের পিতা সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পুলিশের মহাপরির্দশক (আইজিপি) এম আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম নেতৃবৃন্দ।
গতকাল বিকেলে সিএমপি কমিশনারের দামপাড়াস্থ পুলিশ লাইন্স অফিস কক্ষে শোক বার্তা জ্ঞাপন করে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ, মোরশেদুল আলম কাদেরী, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ), সাকিলা সোলতানা, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামানিক ও সহকারী পরিচালক মোঃ সেলিম নাসের। প্রেস বিজ্ঞপ্তি।