পুলিশ কনস্টেবল খুনে তিন ছিনতাইকারীর যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং এলাকায় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে তিনজন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, জসিম উদ্দিন, অর্জুন দে ও মাবুদ দুলাল। একই সময় মো. মনির নামের এক সিএনজি চালককে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ছিনতাইকারীদের পালিয়ে যেতে সহযোগিতা করেন। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এই রায় ঘোষণা করেন। এই সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাবুদ দুলাল কাঠগড়ায় হাজির ছিলেন। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। তিনি বলেন, এই মামলার মোট আসামি ছিল ৬ জন। এর মধ্যে তদন্ত চলাকালে দুইজনের মৃত্যু হয়।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ জানুয়ারি সিএমপির কনস্টেবল ফরিদ উদ্দিনকে ছুরিকাঘাতে খুন করা হয়। তিনি অক্সিজেনে দায়িত্ব পালন শেষে আগ্রাবাদের বাসায় ফিরছিলেন। ওই সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত ও ইনজেকশন পুশ করলে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষ করে ২০১৫ সালের ১৭ এপ্রিল চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরের বছরের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই : কাদের
পরবর্তী নিবন্ধসিপিডিএলের চেয়ারম্যানের সহধর্মিণীর ইন্তেকাল