পুলিশ কনস্টেবলসহ ৫ জন রিমান্ডে

২০ লাখ টাকা ছিনতাই

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:১৮ পূর্বাহ্ণ

ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ পুলিশ কনস্টেবলসহ পাঁচজনকে ২ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ডেমরা পুলিশ লাইনসের ২ কনস্টেবল মাহাবুব আলী ও আছিফ ইকবাল এবং তাদের তিন সহযোগী শাহাজান, হৃদয় ও রাসেলকে রিমান্ডে নেয়া হচ্ছে। গতকাল শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের এক কর্মচারী ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় জমা দিতে যান। সেখানে দুই পুলিশ সদস্য ‘ওয়ারেন্ট’ আছে বলে তাকে ব্যাংকের বাইরে এনে ব্যাগটি নিয়ে নেন। এরপর তাকে একটি মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামিয়ে দেন। ব্যবসায়ী মামুন ঘটনাটি পুলিশকে জানালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্য মাহবুব ও আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৩ জন
পরবর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উম্মতে মোহাম্মদীর নাজাতের উসিলা