সাদা পোশাকে দাঁড়ানো শাহাদাৎ হোসেন নামের এক পুলিশ সদস্যের মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল হাসান।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত নয়টার সময় নগরীর দুই নাম্বার গেইট পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) মো. মঞ্জুর হোসেন।
আটক মো. রুবেল (৩০) সদরঘাট নালা পাড়ার শাহ আলমের ছেলে। ট্রাফিক ইনস্পেক্টর মো. মঞ্জুর হোসেন বলেন, সিএমপিতে সদ্য যোগদান করা কনস্টেবল শাহাদাৎ হোসেন দুই নাম্বার গেইট পুলিশ বক্সের সামনে দাঁড়ানো অবস্থায় তার মোবাইল টান মেরে নেয়ার চেষ্টাকালে রুবেলকে আটক করে সার্জেন্ট মাহমুদুল হাসান। তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।