বর্তমান সময়ের পরিচিত মুখ এলিনা শাম্মী। নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করছেন। গল্পের প্রয়োজনে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি অভিনয় করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার চরিত্রে।
নাট্য নির্মাতা মিফতাহ আনান পরিচালিত ‘নির্দোষ’ নামের একটি ডেইলি সোপ–এ ডিআইজি’র চরিত্রে অভিনয় করছেন বলে জানান এলিনা শাম্মী।
এখানে এলিনা শাম্মীর চরিত্রের নাম নীনা খান। এলিনা শাম্মী জানান এতে তার সঙ্গে আরও অভিনয় করছেন তারিন, গোলাম ফরিদা ছন্দা, স্বাগতা, সমাপ্তি মাসুকসহ আরও অনেকেই।