পুলিশের চাকরিচ্যুতের পরও ছাড়েনি অপরাধ জগত

ইপিজেডে চোরাই মোটরসাইকেলসহ দম্পতি আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

কথায় বলে, ‘স্বভাব যায় না ম’লে’। পুলিশে কর্মরত থাকাকালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে চাকরিচ্যুত হন মো. মামুন উর রশিদ। কিন্তু অপরাধ জগতকে বিদায় জানাতে পারেন নি। উল্টো অপরাধের সঙ্গী করেছেন তিনি স্ত্রী আকলিমা বেগমকে। গতকাল মঙ্গলবার ভোরে ইপিজেডের আলী শাহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী আকলিমা বেগমসহ মামুনকে আটক করে র‌্যাব ৭, চট্টগ্রামের একটি টিম। চোরাই মোটরসাইকেল কিনে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিক্রি করতেন তিনি নগরীর বিভিন্ন স্থানে। এসময় তাদের কাছ থেকে চোরাই মোটর সাইকেলও উদ্ধার করা হয়। তাদের বাসা ইপিজেড থানাধীন আলীশাহ পাড়া এলাকায়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, স্ত্রী আকলিমা বেগম চাকরিচ্যুত পুলিশ সদস্য মামুন উর রশিদকে চোরাই মোটরসাইকেল বিক্রিতে সহযোগিতা করতো। চোরাই মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগিয়ে ক্রয়-বিক্রয় করতেন তারা। এছাড়া রাউজানের অভি এবং হালিশহর অনিক নামে দুই যুবক তাদের এই চক্রে কাজ করে। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় চোরাই মোটরসাইকেল বেচাকেনার পর বিভিন্ন জায়গায় স্থানান্তর করে তারা। এদের মধ্যে অভি কাস্টমসের নকল কাগজপত্র বানিয়ে মোটরসাইকেল গুলো বিক্রি করতো। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক নুরুল ইসলাম বিস্মৃত আওয়ামী লীগ নেতা
পরবর্তী নিবন্ধআহলা-করলডেঙ্গা ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত