ভূমির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নগরীতে একের পর এক পুকুর ও দীঘি ভরাট করে বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে। বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের ছত্র-ছায়ায় পুকুর ও জলাশয় ভরাটের মাধ্যমে পরিবেশ এবং প্রতিবেশির বহুমুখী সংকট তৈরী করা হচ্ছে। পরিবেশের সুরক্ষায় আর.এস, পিএস, ও বিএস জরীপ চিহ্নিত পুকুরগুলো উদ্ধার করার জন্য দাবি উঠেছে। দক্ষিণ কাট্টলী ৯নং ওয়ার্ডে একসময় অনেক পুকুর ও জলাশয় ছিল। জলাশয়গুলো মানুষ এবং পশুপাখীর পানীয় জলের চাহিদা মেটাতো। ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় পানির যোগানও মিলত বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে পুকুর এবং জলাশয়গুলো ভরাট বন্ধ যদি না হয়, তাহলে চট্টগ্রাম বিভাগ হবে ইটের নগরী। এমন দিন আসবে মানুষ পানির অভাবে মারা যাবে এবং ফসল থেকে বঞ্চিত হবে। আসুন এক সুরে বলি, জলাশয় ভরাট বন্ধ হউক।
রাজীব হোড় (রাজু)
যুধিষ্টির মহাজনের বাড়ী
দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম-৪২১৯।