পুকুরে মিলল মানুষের কঙ্কাল

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সুয়াবিলে একটি পুকুর থেকে মানুষের লাশ সদৃশ কঙ্কালের অংশ বিশেষ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টেকের দোকান এলাকার হাজী আবুল কাশেম বাড়ির একটি পুকুর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পুকুরে মাছ ধরতে নামলে একটি লাশের কঙ্কালের অংশ বিশেষ দেখতে পায় জেলেরা। পরে থানায় খবর দিলে সেটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী বলেন, একটি কঙ্কালের অংশ বিশেষ পেয়েছি। কিসের কঙ্কাল এখনো শনাক্ত হয়নি। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমাহতাব-নাছিরের বিরুদ্ধে কেন্দ্রে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধশত কোটি টাকার সড়কবাতিতে নেই কাঙ্ক্ষিত সুফল