চন্দনাইশে পুকুরে পড়ে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আসমা আকতার। গতকাল বৃহস্পতিবার সকালে চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জিহস ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জিহস ফকিরপাড়া এলাকার প্রবাসী নুরুল আলমের দেড় বছর বয়সী কন্যা শিশু আসমা আকতার সকালে বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে সে উঠানের নিকটস্থ পুকুরে পড়ে তলিয়ে যায়।
বেশ কিছুক্ষণ ধরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে স্বজনরা। তাকে দ্রুত চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদুল আলম।












