পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

লোহাগাড়ায় প্রাণ গেল এক শিশুর

চকরিয়া ও লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কোরালখালী পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তাবিয়া জান্নাত () ও হোছাইবা আক্তার () ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, দুই শিশুর মা পুকুরে অজু করে নামাজ পড়তে যায়। এ সময় বাড়ির উঠানে খেলার সময় ছোট বোন হোছাইবা পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় বোন তাবিয়াও পুকুরে নেমে পড়ে। এতে দুইজনই পানিতে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর তিনটার দিকে পুকুরের পানিতে দুইজনের লাশ ভাসতে দেখা যায়। দুই বোনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কেউ জানায়নি।

লোহাগাড়া : এদিকে লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ায় গতকাল বিকেল ৫টার দিকে পুকুরে ডুবে উম্মে সামুরা জাইমা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে। শিশু জাইমা ওই এলাকার দুবাই প্রবাসী জামাল উদ্দিনের একমাত্র কন্যা। স্থানীয় ইউপি সদস্য লেয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুর চাচা শহীদুল ইসলাম জানান, বিকেলে শিশুর মা জেনি আক্তার তার অসুস্থ শ্বশুরের সেবায় ব্যস্ত ছিলেন। এ সময় শিশু জাইমা বসতঘরের উঠানে খেলা করছিল। খেলাচ্ছলে পরিবারের সকলের অগোচরে বসতঘরের পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। তাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে সম্ভাব্যস্থানে খোঁজাখুজি করা হয়। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক ডা. তাফহিনা জান্নাত ইনশাদ জানান, পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওদের এগিয়ে যাওয়ার গল্প
পরবর্তী নিবন্ধপ্রশাসনে চট্টগ্রামের নারী