পুঁইছড়িতে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য

বাঁশখালী প্রতিনিধি

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া ভিলেজার পাড়ার হাফেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে আনা হলেও তার আগেই ঐ বৃদ্ধার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপোড়া ভিলেজার পাড়ার মৃত মনির আহমদের স্ত্রী হাফেজা বেগমকে তার ছেলে কালুর ছেলে (নাতি) কথার ছলে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন।

পরে তাকে বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে হাফেজার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিয়ে হাসপাতালে থেকে লাশ নিয়ে দাফন করলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে বিভিন্ন কথা ছড়িয়ে পড়ে।

ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, হাসপাতালে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে পুলিশ গেলেও স্বাভাবিক মৃত্যু বলাতে চলে আসে।

পূর্ববর্তী নিবন্ধপ্রশংসায় ভাসছে ফজলুর রহমান বাবুর ‘রঙিলা পাগল’
পরবর্তী নিবন্ধজাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করছে : চট্টগ্রামে রাষ্ট্রদূত