বাঁশখালীর উপজেলার পুঁইছড়ি এলাকায় বালি উত্তোলনের দায়ে ৩ জনকে আটক, দুটি ট্রাক ও বালি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অবৈধ বালি মহালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: ফেরদৌস আনোয়ার, সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, এসআই আজীম উদ্দীন সহ দায়িত্বশীল কর্মকর্তারা। এ দিকে গত ১৮ এপ্রিল বাঁশখালীতে অবৈধভাবে বালি উত্তোলন নিয়ে দৈনিক আজাদীতে প্রতিবেদন প্রকাশিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জঙ্গল পুঁইছড়ি মৌজার ছড়া থেকে কিছু অসাধু ব্যক্তি প্রতিদিন বালি উত্তোলন করছিল এমন অভিযোগে পরিচালিত অভিযানে তিনজনকে আটক করা হয়, দুইটি বালিবাহী ট্রাক ও উত্তোলিত ৩ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের কাছে অবৈধ বালি উত্তোলনকারীদের তালিকা পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







