পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন

| বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

কাগুজে কোম্পানি খুলে নামে-বেনামে ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। কমিশন বলছে, পি কে হালদার বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির নামে ১৭৮টি ব্যাংক হিসাবে প্রায় ৬ হাজার ৮১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করছেন এবং এক কোটি ১৭ লাখ ডলার কানাডায় পাচার করেছেন বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। গতকাল বুধবার কমিশন সভায় এই অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে আসামি করা হচ্ছে মোট ১৪ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধইউপিডিএফ সভাপতি প্রসীতসহ ২৭ নেতাকর্মীকে আত্মসমর্পণের নির্দেশ
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট জানে আলম ছিলেন মানবতাবাদী ব্যক্তিত্ব