পোর্ট সিটি ইউনিভার্সিটির কালচারাল ফোরামের উদ্যোগে গত ১৫ নভেম্বর ‘টেলেন্ট হান্ট ফল ’এর পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। প্রতিবছর নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই আয়োজন করা হয়ে থাকে। এবারের আয়োজনে ৫ টি সেগমেন্টে ৩১তম ব্যাচের ১৬ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।
‘টেলেন্ট হান্ট ফল’আয়োজনে পুরস্কার প্রাপ্তরা হলেন নিতিশ কুমার নাথ, প্রিয়া তালুকদার,জুঁই শীল, শাহরিয়ার আকবর তানভীর, ঈশানী দাস, সুজিত চক্রবর্তী, আবির রায় , সাঈমা মেহেবুবা সিমরন, আব্দুলাহ আল মামুন, আশরাফ উর রশিদ, শতাব্দী দাশ, শ্রীপর্ণা দাশ, পিংকা সেন, কাজি হাবিবুল ইসলাম, শাহরিয়ার আমিন ইমন এবং হুসনা ওয়াদুদা। প্রেস বিজ্ঞপ্তি।