মাহমুদা খানম মিতু খুনের ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলায় আদালতে দেওয়া পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের উপর শুনানি আটকা পড়েছে। করোনাভাইরাসের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় আটকা পড়েছে গুরুত্বপূর্ণ এ শুনানি। বাবুল আক্তারের আইনজীবী মো. আরিফুর রহমান বলেন, এ মামলায় গত ২৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা সেদিন প্রতিবেদন জমা দেয়নি। তারা গত ১২ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। করোনায় স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় পরবর্তী তারিখও পড়েনি। যার ফলে আটকা পড়েছে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের উপর শুনানি।
তিনি বলেন, বর্তমানে জামিন শুনানি, রিমান্ড শুনানি, মামলা ফাইলিং এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছাড়া কোনো শুনানি হচ্ছে না। আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে এটির উপর শুনানি হবে। তখন চূড়ান্ত প্রতিবেদনের উপর নারাজি আবেদন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বাবুল আক্তারের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে আমরা নারাজি আবেদন দেওয়ার কথা ভাবছি।
মিতু খুনের ঘটনায় বাবুল আক্তারের করা মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ১২ মে নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তারকে আসামি করে তার শ্বশুর নতুন একটি মামলা করেন। এতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়। শ্বশুরের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে গত ১৭ মে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০১৬ সালের ৫ জুন পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে।