পিতার শোকে

আহসানুল হক | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

বুলেট দিয়ে যায় সরানো

হয়তো কেবল কায়া

যায়না মোছা ভালোবাসা

হৃদমমতার মায়া !

দেশের ছবি যায় কি আঁকা

শেখ মুজিবুর বাদে ?

ফুলপাখিচাঁদ, তারারাও

পিতার শোকে কাঁদে !

মুজিব আছেন বেঁচে আজও

এই আমাদের মাঝে

স্বাধীনতায়,ওই পতাকায়

হৃদয় ভাঁজে ভাঁজে !

পূর্ববর্তী নিবন্ধমুজিব ওঠো জেগে
পরবর্তী নিবন্ধআগস্ট এলে