পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে

ঘাসফুলের ওয়েবিনারে এমপি এরোমা দত্ত

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

ঘাসফুল প্রধান কার্যালয়ে গতকাল শনিবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ঘাসফুল চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন, ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী। এরপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, এরোমা দত্ত এমপি। তিনি বলেন, দেশের উন্নয়নে একজন মানুষ হিসেব শুধুমাত্র নিজেদের কাজের দায়িত্ব থেকে নয়, দায়িত্বের বাইরে গিয়েও সামাজিক দায়িত্ববোধ থেকে সমাজে পিছিয়েপড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতে সরকার কাজ করছে। বিশেষ অতিথির বক্তব্যে প্রাক্তন মুখ্যসচিব ও ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম বলেন, শিশুর সুরক্ষায় বিশ্ব এবং রাষ্ট্র সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি আইসিডিডিআরবির সিনিয়র সাইন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী বলেন, প্রযুক্তিগত উপকরণের অভাবে শিশুদের দ্রুত রোগনির্ণয় অনেকক্ষেত্রে ব্যাহত হচ্ছে। প্যানেল আলোচক ছিলেন, ডা. সাদিয়া আফরোজ চৌধুরী, ড. নায়লা জামান খান, ডা. নিজামউদ্দিন আহমেদ, মাফরুহা সুলতানা। বক্তব্য দেন, রাখেন, সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. নূরুল আবছার ভূঁঞা, আবদুস শহিদ মাহমুদ, রাফিজা শাহীন, তাসনিম আবেদীন, শ্যামল ফ্রান্সিস রোজারিও, বিশ্বজিৎ শর্মা, জয় প্রকাশ বড়ুয়া, উৎপল বড়ুয়া, মোহাম্মদ আলী শাহিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞান অর্জনে শিক্ষার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধমহানবী (দ.) ছিলেন মানবতার মুক্তির দূত