হৃদয়ে ক্যাকটাস এর রক্তাক্ত ক্ষরণ!
অনিন্দ্য হরষে–বিষাদে যেন যাপিত জীবন।
তবু দুরন্ত বাতাসের ঝাপ্টায়
শেষ বিকেলের আকাশ হাতছানি দেয়,
অনিমেষ মায়া ছায়া ফেলে কনে দেখা আলোয় –
প্রতিফলিত হয় সবুজের ছায়ায় সোনালু জলে !
চিরল নারিকেল কুঞ্জে দুলে ওঠে ভালোবাসা
মেঘের মিতালিতে রঙ ছড়ায়
এক টুকরো পিঙ্গল রঙা আকাশ,
বুকে তার ভেসে ওঠে প্রেমময় প্রতিচ্ছবি।
ভালোবাসি, ভীষণ ভালোবাসি,
জলকুয়াশায় আঁকা
এইভাবে বেঁচে থাকা!
এটাই জীবন, হয়তো এটাই ক্ষরণ,
এমনই মরণ, হয়তো এমনই দহন।