পিকে হালদারের বিরুদ্ধে চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলা

সিআইডিকে তদন্তের নির্দেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার প্রকাশ পিকে হালদারসহ ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করেছেন ক্লুইস্টন ফুডস এন্ড একোমোন্ডেশন লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। গতকাল রোববার দুপুরে মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে শোয়েবুর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে তিনি এ মামলা করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন- রাজধানী ঢাকার বনানী এলাকার মো. জাহাঙ্গীর আলম (৫৪), উত্তরার মো. সিদ্দিকুর রহমান (৫২), তেজগাঁওয়ের উজ্জল কুমার নন্দী (৪১) ও ফিরোজপুর জেলার রতন কুমার বিশ্বাস (৫৪)। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী রুবেল পল।
আইনজীবী রুবেল পল বলেন, ক্লুইস্টন ফুডস এন্ড একোমোন্ডেশন লিমিটেড কক্সবাজারে একটি পাঁচ তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা নিয়ে আমেরিকার রেডিসন ব্র্যান্ডের সাথে চুক্তি করে। যা ‘রেডিসন ব্লু হোটেল কক্সবাজার’ নামকরণ হয়। হোটেল নির্মাণের ঋণ পেতে কোম্পানি বিভিন্ন জায়গায় ব্যর্থ হলে পি কে হালদারসহ তার সহযোগীরা আমার মক্কেল মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরীকে অর্থ জোগানের প্রস্তাব দিয়ে একটি চুক্তি করেন এবং শেয়ার হস্তান্তর করেন। পরবর্তীতে পি কে হালদারসহ তার সহযোগীরা অর্থ পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা শুরু করেন। একপর্যায়ে তার ব্যবস্থাপনাধীন রিলায়েন্স ফিন্যান্সে মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরীর অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের অনুকূলে অনুমোদিত ঋণ সমন্বয় করবেন বলে জানান। যা তিনি দীর্ঘ সময় নিয়েও কোনো কিছু করেননি। পি কে হালদার ও তার সহযোগীরা প্রতারণার মাধ্যমে প্রায় ৭৭ কোটি টাকা আমার মক্কেল থেকে আত্মসাত করেছেন। যা দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬/১০৯ ধারা অনুযায়ী ফৌজধারি অপরাধ বলে জানান আইনজীবী রুবেল পল।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজার : একদিনে সাড়ে ১২ মাসের সর্বোচ্চ পতন
পরবর্তী নিবন্ধদেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া যায় কেবল দুই শর্তে : হাই কোর্ট