পিকাসোর শিল্পকর্ম নিলামে প্রায় ১১ কোটি ডলারে বিক্রি

| সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কিংবদন্তি স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসোর ১১টি শিল্পকর্ম নিলামে প্রায় ১১ কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছে। রোববার বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। এমজিএম রিসোর্টসের মালিকানাধীন এ শিল্পকর্মগুলো ২ দশক ধরে লাস ভেগাসের বেলাজিও হোটেলের পিকাসো রেস্তোরাঁয় প্রদর্শিত হচ্ছিল। খবর বিডিনিউজের। তবে কোম্পানিটি বলেছে, শনিবারের এই নিলাম তাদের চারুকলা সংগ্রহের বৈচিত্র বাড়াতে সহায়ক হবে। বিক্রি হওয়া ১১টি শিল্পকর্মের মধ্যে ৯টি চিত্রকর্ম। আর ২টি সিরামিক শিল্পকর্ম। এর মধ্যে যে চিত্রকর্মটি সর্বোচ্চ মূল্য ৪ কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হয়েছে, সেটি ১৯৩৮ সালে আঁকা ‘ওম্যান ইন আ রেড-অরেঞ্জ বেরেট’। প্রাথমিকভাবে আশা করা হচ্ছিল, এটি ২ কোটি থেকে ৩ কোটি ডলারের মধ্যে বিক্রি হবে।পিকাসোর আরেকটি মাস্টারপিস হোম এট এনফ্যান্ট’ ২ কোটি ৪৪ লাখ ডলারে বিক্রি হয়েছে। ১৯৪২ সালে প্যারিসে নাৎসি দখলের সময় আঁকা ‘ফল এবং ফুলের ঝুড়িসহ স্থির জীবন’ চিত্রটি বিক্রি হয়েছে ১ কোটি ৬৬ লাখ ডলারে। পিকাসো মারা যান ১৯৭৩ সালে। চিত্রকলার ইতিহাসে তাকে স্মরণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। শনিবার লাস ভেগাসের বেলাজিও নিলামঘর থেকে তার এমন আরও ৮ টি শিল্পকর্ম বিক্রি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকলম্বিয়ার মাদক সম্রাট গ্রেফতার
পরবর্তী নিবন্ধআমেরিকাসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে তুরস্ক