পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজের বিজনেস কনফারেন্স

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:৫৬ পূর্বাহ্ণ

পিএইচপি ফ্যামিলির অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসায় সম্মেলন সমপ্রতি মৌলভীবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (অর্থ ও ঢাকা পরিচালন) মোস্তফা জামাল হোসেন এফসিএর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির তৃতীয় প্রজন্মের সদস্য মিজান ভিক্টর মহসীন। চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি আগামী দিনের জন্য দিক নির্দেশনা দেন। পিএইচপি ফ্লোট গ্লাসের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান প্রসূন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে সারাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের সব প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন পিএইচপি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্লোট গ্লাস, এলুমিনিয়াম এবং গ্লাস প্রসেসিং ইউনিটের উৎপাদন ও কাস্টমার সার্ভিস বিভাগের প্রধানগণ।
প্রধান অতিথি বলেন, আমাদের এই টিম সব দিক দিয়েই একটি ইউনিক টিম। বিগত করোনা মহামারীর সময়েও যেভাবে আমারা নিজেদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন ও বিপণন অব্যাহত রেখে জাতীয় অর্থনীতিকে সচল রেখেছি, আশা রাখছি ভবিষ্যতেও আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান প্রসূন তালুকদার একটি স্লাইড শোর মাধ্যমে বিগত বছরের ব্যবসায়িক মূল্যায়ন ও চলমান বছরের ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। শেষে বিগত বছরের সেরা অর্জনকারীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট শফিউল আলমের মৃত্যুবার্ষিকী আজ