অমিতাভ বচ্চন এবং রণধীর কাপুর অভিনীত ‘পুকার’ সিনেমাটি ১৯৮৩ সালে মুক্তি পায়। সুপারহিট এই সিনেমার শুটিংয়ে চমকপ্রদ এক ঘটনা ঘটে। এবার নিজের ব্লগে সেই ঘটনাটি লিখেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। খবর বাংলানিউজের। তিনি জানান, গোয়ায় ‘পুকার’ সিনেমার মারপিটের দৃশ্যের শুটিং হয়। রণধীর কাপুরের ছোট মেয়ে কারিনা কাপুরও সেখানে উপস্থিত ছিলেন। সে সময়ে তার বাবাকে মারছেন অমিতাভ। সেটা দেখে ছোট কারিনা কাঁদতে কাঁদতে গিয়ে বাবাকে রক্ষা করার চেষ্টা করেন। ‘দুষ্টু লোক’-এর থেকে বাঁচানোর জন্য বাবাকে জড়িয়ে ধরেন কারিনা।এরপর বাবাকে বাঁচাতে গিয়ে বালিতে পা নোংরা হয়ে যায় কারিনার। তখন কারিনার সেই ‘দুষ্টু লোক’ (অমিতাভ বচ্চন) শুটিং থামিয়ে কারিনার কাছে এসে তার পা ধুয়ে দেন। এভাবেই কারিনাকে তিনি বোঝাতে চেয়েছিলেন, রণধীরকে মারধর করার ঘটনা সত্যি নয়। সবই ছিল অভিনয়।







