চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের ৪ জন রোভার প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড অর্জনের জন্য ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে পায়ে হেঁটে ১৫০ কিমি চট্টগ্রাম থেকে কক্সবাজার পরিভ্রমনে যাচ্ছে। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি এই পরিভ্রমন গতকাল রবিবার সকালে চট্টগ্রাম কলেজ থেকে শুরু হয়। পরিভ্রমন যাত্রার প্রাক্কালে উপস্থিত ছিলেন চবি রোভার গ্রুপের সম্পাদক প্রফেসর ড. মো. হেলাল উদ্দীন ও চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম। ৫দিন ব্যাপি এই পরিভ্রমনে রোভাররা বিভিন্ন সমাজ সচেতনতা ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পালন করবেন। পরিভ্রমনে অংশগ্রহণকারী রোভাররা হলেন সিনিয়র রোভার মেট মো. বিল্লাল হোসাইন, মো. ইসমাঈল হোসাইন, রোভার মেট মো. শাকিল হোসেন ও মো. রহমত উল্লাহ শাওন। প্রেস বিজ্ঞপ্তি।