পায়রার দাম ১৬ কোটি টাকা!

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ১০:১৮ পূর্বাহ্ণ

ওড়ার প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয় সে। একাধিক খেতাবও রয়েছে তার মুকুটে। নাম তার নিউ কিম। এই স্ত্রী পায়রাটিকে বিক্রির জন্য নিলাম হয়েছিল গত রোববার। নাম প্রকাশে অনিচ্ছুক এক চীনা ব্যক্তি রেকর্ড দামে কিনেছেন পায়রাটিকে। পায়রার দাম নিয়েই এখন চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। অনলাইনে নিলামটির আয়োজন করেছিল পিপা নামের একটি সংস্থা। নিউ কিমের দাম রাখা হয়েছিল মাত্র ২০০ ইউরো। কিন্তু নিলামে শেষ পর্যন্ত তার দাম উঠেছে ১৬ লক্ষ ইউরো বা ১৯ লক্ষ ডলার। বাংলাদেশি মুদ্রায় ওই পায়রাটির দাম প্রায় ১৬ কোটি টাকা। নিউ কিমের দাম নিয়ে পিপা-র চেয়ারম্যান নিকোলাস গিসেলব্রেচ বলেছেন, আমার মনে হয় এটা বিশ্ব রেকর্ড। এত দামে বিক্রি হবে, তা আমরা সত্যিই ভাবিনি। গত বছর আর্মান্দো নামের একটি পুরুষ পায়রা বিক্রি হয়েছিল সাড়ে ১২ লক্ষ ইউরোতে। নিউ কিম ২০১৮-য় জিতেছিল ‘এস পিজিয়ন গ্র্যান্ড ন্যাশনাল মিডল ডিসট্যান্স’ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছিল ফ্রান্সে। এই প্রতিযোগিতা জেতার পরই বিশ্বের নজরে এসেছিল কবুতরটি।

পূর্ববর্তী নিবন্ধযে নারীকে দিয়ে আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন বাইডেন
পরবর্তী নিবন্ধঅবক্ষয়ের শেষ সীমানায় আমরা