পাহাড়ে অবৈধ ভিওআইপি পরিচালনা, দুই চীনা নাগরিকসহ ৩ জন কারাগারে

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৪:৪৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে অনুমতি ছাড়া ভ্রমণ ও অবৈধ ইন্টারনেট ভিওআইপি পরিচালনার অভিযোগে দুই চীনা নাগরিক ও তাদের সহযোগী এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার খাগড়াছড়ির আদালতে সোপর্দ করে। বিকালে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ রায়হানের আদালতে তোলা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির কোর্ট পুলিশ পরিদর্শক সোহেল আহাম্মদ বলেন, ২ চীনা নাগরিকসহ ৩ আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশ ও বিটিআরসির যৌথ অভিযানে রামগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খান কমপ্লেঙের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা যন্ত্রপাতিসহ তিনজনকে আটক করা হয়। যাদেরকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে তুলে। গ্রেপ্তার তিনজন হলেন চীনা নাগরিক জিয়াং ছেংথং, টেং তংগু এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা মো. আসিফ উদ্দিন।

রামগড় থানা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানকালে তাদের কাছ থেকে ৩২ পোর্ট ও ২৫৬ পোর্টের সিমবঙ, কানেকশন প্যানেল, পাওয়ার প্যানেল, ১৬০টি এন্টেনা, বিভিন্ন রাউটার, পিওআর সুইচ, এনভিআর, ক্যাবল ও মাল্টিপ্লাগসহ মোট ১৬ ধরনের যন্ত্রপাতি পাওয়া যায় এবং সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনার পর গত শুক্রবার রাতে বিটিআরসির উপসহকারী পরিচালক মো. মোশারফ হোসেন রামগড় থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদেরকে আদালতে সোপর্দ করে।

গতকাল দুপুরে রামগড় থানার ওসি মাঈন উদ্দিন বলেন, বিটিআরসির অভিযোগের ভিত্তিতে রামগড় থানায় একটি মামলা রুজু হয়েছে। উদ্ধারকৃত সব আলামতসহ আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাকে পুলিশ
পরবর্তী নিবন্ধএকই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা জুলাই স্পিরিটের পরিপন্থী