পাহাড়ি-বাঙালি সমপ্রীতির বন্ধনে বসবাস করছে

নাইক্ষ্যংছড়িতে চাক সম্মেলনে বীর বাহাদুর এমপি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:৫৮ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তির পায়রা উড়ছে সর্বত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ পাহাড়ের সব নৃগোষ্ঠী শান্তিতে আছে। পাহাড়ি বাঙালি সমপ্রীতির বন্ধনে আজ বসবাস করছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলের চাক সম্প্রদায় আজ অনেক এগিয়ে।

হয়ত চাকদের এ সম্মেলন হবে তাদের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সম্মেলন। এতে তাদের নানা সুযোগসুবিধা, সমস্যা ও অধিকার নিয়ে তারা যা বলেছেন তার সবটুকু ক্রমান্বয়ে পূরণ করা হবে। গতকাল শুক্রবার সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশে প্রথম চাক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন চাক সমপ্রদায়ের প্রথম জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মুজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, ওসি টান্টু সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, মংছানু চাক, বাছাইচিং চাক, মাচা হ্লা চাক, শৈছালা চাক, ক্যউচিং চাক, চানো অং চাক, থোয়াই হ্লা চাক, খ্যইচিং অং চাক প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধবরুমচড়ায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হাজারো নলকূপে পানি নেই