মুক্তিযুদ্ধে নৃশংস্য গণহত্যার স্থান চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমির সম্পূর্ণ জায়গা অধিগ্রহণ করে সেখানে একটি জাদুঘর নির্মাণের দাবি জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি দিয়েছে ‘পাহাড়তলী বধ্যভূমি রক্ষা পরিষদ’।
গতকাল ৩১ জানুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মোমিনুর রহমানের হাতে এ স্মারকলিপি দেওয়া হয়েছে। এসময় পাহাড়তলী বধ্যভূমি রক্ষায় উচ্চ আদালতে রিট আবেদনকারী প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা ও চারুশিল্পী দীপক কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ২০১৪ সালের সুপ্রিম কোর্টের রায়ের আলোকে পাহাড়তলী বধ্যভূমির পুরো জায়গা অধিগ্রহণ করে মুজিববর্ষের মধ্যেই সেখানে একটি জাদুঘর স্থাপনের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।











