পাহাড়তলী থেকে চুরি হওয়া শিশু কুমিল্লায় উদ্ধার দম্পতি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী থানার নোয়াপাড়া এলাকা থেকে চুরি হওয়া তিন বছর বয়সী এক কন্যা শিশুকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চরপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ওই শিশুকে চুরির সঙ্গে জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছেন পোশাক কারখানার কর্মী হোসনা আক্তার (৪০) এবং তার স্বামী বাস চালকের সহকারী মো. রুবেল (২৫)। শিশু নিখোঁজের ঘটনায় তার বাবা রোববার রাতে পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর অনুসন্ধানে নেমে সোমবার দিবাগত রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, হোসনা ও রুবেল এবং চুরি যাওয়া শিশুর বাবামা সবার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে হলেও কেউ কাউকে পূর্ব থেকে চিনতেন না। অবশ্য হোসনা থাকতেন রংপুরে। সেখানে তার একটি বিয়ে হয়েছিল। সে ঘরে দুই সন্তানও আছে। স্বামীর সাথে ছাড়াছাড়ি করে চট্টগ্রাম এসে পোশাক কারখানায় কাজ নেন এবং তার চেয়ে বয়সে ছোট রুবেলকে বিয়ে করে। কিন্তু ৮ বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি। তাই শিশুটিকে চুরি করে নিজের সন্তান হিসেবে রাখতে চেয়েছিল হোসনা।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মাঈনুর রহমান সাংবাদিকদের বলেন, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরির পর এলাকার আশপাশে সিসি ক্যামেরা থেকে সংগ্রহ ফুটেজে এক নারীকে শিশুটি কোলে করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। কিন্তু ওই নারীকে নিখোঁজ শিশুর বাবামা চেনেন না বলে জানায়। পরে ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে এমন তথ্য পাওয়া গেলেও সেখানে গিয়ে দেখা যায়, তিনি যেসব কাগজপত্র জমা দিয়েছেন সেগুলো ভুয়া। এরপর ওই নারীর বাসায় গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়।

পুলিশ জানায়, এক পর্যায়ের হোসনার স্বামী রুবেল বলে জানা যায়। এরপর অনুসন্ধান করতে গিয়ে চৌদ্দগ্রাম থানায় রুবেলের বিরুদ্ধে দুইটি মারামারির মামলার হদিস পাওয়া যায়। যার একটি মামলা হয়েছিল গতবছর। ওই মামলার সূত্র ধরে বাদীর মাধ্যমে রুবেলের বাড়ির ঠিকানার খোঁজ পাওয়া যায়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

এদিকে যে শিশুটিকে চুরি করা হয়েছিল তার বাবা রিকশাচালক আর মা পোশাক কারখানায় কাজ করেন। তাদের আরও তিনটি সন্তান আছে। বাবামা কাজে গেলে বাসায় চার সন্তান একসাথে থাকত।

পূর্ববর্তী নিবন্ধকমিশন গঠনে আইনের খসড়া প্রস্তুত
পরবর্তী নিবন্ধসেতুর জন্য তিন যুগ ধরে অপেক্ষা