পাহাড়তলী কাঁচাবাজারে পুড়েছে ৪৭ দোকান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী কাঁচাবাজারে আগুন লেগে ৪৭টি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ৬টি মুদির দোকান, ১৮টি সবজির দোকান, ৫টি ডিমের দোকান, ৬টি মাংসের দোকান, ৩টি মাছের দোকান এবং ২টি মরিচ ভাঙার মেশিনসহ মোট ৪৭টি দোকান পুড়ে গেছে।

গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। সোয়া ১২টার দিকে নগরীর বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে ছয়টি গাড়ি গিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল হামিদ আজাদীকে বলেন, প্রাথমিকভাবে বাজারের কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। আগুনে ৪৭টি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চাল, শুঁটকি, কাঁচা সবজি, ডিম, মুরগি, মাছ, মসলার দোকান ও সেলুন আছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিন গেল ১৮৪ আজ যাবে ২৭৩ জন
পরবর্তী নিবন্ধপ্রান্তিক পর্যায়ে যারা সাহিত্যচর্চা করেন তাদের মূল স্রোতধারায় আনার লক্ষ্য