পাহাড়তলীর ২ আড়তেই মিলল ২৬১ বস্তা চিনি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা এবং বেশি মূল্যে চিনি বিক্রির অপরাধে নগরীর পাহাড়তলী বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল সোমবার সকাল ১০ টায় চলা এ অভিযানে দুই প্রতিষ্ঠানে মজুদকৃত ৫০ কেজির ২৬১ বস্তা চিনি জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার। তিনি জানান, চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা ও বেশি মূল্যে চিনি বিক্রির অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা ও উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চিনির বিভিন্ন পাইকারি দোকান এবং তাদের গুদামে অবৈধভাবে চিনি মজুদ করছে কিনা তা তদারকি করা হয়। এসময় একটি দোকানে ১৮১ বস্তা ও আরেকটি দোকানে ৮০ বস্তা চিনি পাওয়া যায়। পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির নেতৃত্বে মজুদ করা চিনি ন্যায্যমূল্যে বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অভিযানে এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক দিদার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধভারত থেকে পাইপ লাইনে জ্বালানি তেল মাস দুয়েকের মধ্যে
পরবর্তী নিবন্ধসিএনজি করে এসে ২ লাখ টাকার ব্যাগ ছিনতাই