পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমির পুরস্কার বিতরণ

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

পাহাড়তলী সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। একাডেমির পরিচালক অভি নাথের সঞ্চালনায় ও জুয়েল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসেবী পলাশ কান্তি নাথ রণী। তিনি বলেন, শিক্ষাসাহিত্যসংস্কৃতি একটি জাতির দর্পনস্বরূপ। সংগীত একটি কলা, যা মানুষের অন্তর্জগতকে করে কোমল আর মানবজীবনকে করে আলোকিত। শিশুকিশোরদের অন্তরের সুকুমার বৃত্তিসমূহের বিকাশে সংস্কৃতিচর্চার গুরুত্ব অনস্বীকার্য। উদ্বোধক ছিলেন রাধা রাণী নাথ। আশীর্বাদক ছিলেন রুমেল সেন ও সুদর্শন দেবনাথ। প্রধান বক্তা ছিলেন ডা. অপূর্ব ধর। বিশেষ অতিথি ছিলেন বাবুল দেবনাথ, মিটুন সরকার, অনিল আচার্য, শিক্ষক অঞ্জন মহাজন, সমীরণ ধর, মতিলাল শীল, কাঞ্চন নাথ ও নিশান সেন। অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানের ২য় পর্বে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির মতবিনিময়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বেতাগী ফাউন্ডেশন