পাহাড়তলী এলাকায় রেলওয়ের ভূমিতে গড়ে উঠা মাদকের স্পট উচ্ছেদের দাবিতে চটগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করেছে রেলওয়ে অঞ্চলের সাধারণ এলাকাবাসী। গত রোববার মিছিল নিয়ে চট্টগ্রাম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে যোগদান করেন পাহাড়তলী রেলওয়ের বিভিন্ন এলাকার সমাজ কল্যাণ কমিটি, মসজিদ কমিটি, মন্দির কমিটির নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, যুব সমাজ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ সাধারণ এলাকাবাসী। এ সময় চটগ্রাম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আবিদুর রহমানের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক মহিন উদ্দিন, সদস্য সচিব লিটন চৌধুরী রিংকু, ইউছুফ রশীদি, মোক্তার হোসেন, মহিউদ্দিন সাগর, বিপ্লব দাশ, জাবেদ হোসেন, শরীফুদ্দিন সোহাগ প্রমুখ। গণস্বাক্ষর সহ স্মারকলিপি হস্তান্তর করলে খুব দ্রুত সময়ের মধ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক, চুরি ও ছিনতাইয়ের আতুরঘর স্ক্র্যাব কলোনি উচ্ছেদ করবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বাস দেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়তলী এলাকায় যেখান থেকে প্রীতিলতা, সূর্যসেন, বিনোদ বিহারীর মতো সূর্যসন্তানদের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে, যাদের স্মৃতি আমরা পাহড়তলীবাসী আজ পর্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। অথচ এই পাহাড়তলী রেলওয়ে এলাকার নান্দনিক পরিবেশ আজ ধ্বংসের মুখে। উন্মুক্ত মাদকের আখড়ায় পরিণত হয়েছে পাহাড়তলী এলাকা। প্রেস বিজ্ঞপ্তি।










